শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে চৌকিদারের উপর হামলা করলো ইউপি সদস্যা’র স্বামী ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে চৌকিদারের উপর হামলা করলো ইউপি সদস্যা’র স্বামী ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড এলাকার মো: নসু হাওলাদারের ছেলে ও বদরপুর ইউনিয়ন ৭,৮,ও ৯নং ওয়ার্ড সংরক্ষিত আসনের ইউপি সদস্যা বিউটি বেগমের স্বামী মো: নাগর হাওলাদার কর্তৃক একই ওয়ার্ড এলাকার চৌকিদার মো: আবুল কালালের উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে ।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বদরপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড চর কচ্ছপিয়া এলাকার মো: ইয়াছিন এর দেড় বছরের শিশু মেহেদী পানিতে পরে মৃত্যুবরণ করে । বিষয়টি ধামাচাঁপা দিতে ও প্রশাসন কে না জানানোর জন্য চৌকিদার কে নিশেধ করে স্থানীয় নাগর হাওলাদার । কিন্তু প্রশাসন ও স্থানীয় জন প্রতিনিধিদের কে অবহিত করা চৌকিদারের আবশ্যিক কর্তব্য বিধায় সে ঘটনাটি লালমোহন থানা, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কে অবহিত করেন । এতে ক্ষিপ্ত হয়ে যায় নাগর হাওলাদার । ১১ সেপ্টেম্বর সকালে লালমোহন থানায় সাপ্তাহিক হাজিরা দিতে সাইকেলযোগে লালমোহনের উদ্দেশ্যে রওনা হয়ে স্থানীয় নাজিরপুর বাজার এলাকায় পৌছালে, আবুল কালাম এর পথরোধ করে এলোপাথারী কিল, ঘুষি, চড়, থাপ্পর ও লাথি মারে এবং
হুমকি প্রদান করে নিজের ক্ষমতা জাহির করে অভিযুক্ত নাগর হালাদার ।
এ ব্যাপারে ১৪ সেপ্টেম্বর লালমোহন থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেন চৌকিদার আবুল কালাম ।
অপরদিকে দায়িত্বরত ও পোশাক পরিহীত একজন চৌকিদার কে লাঞ্চিত করার ঘটনায় হতবাক এলাকাবাসী । এ ঘটনার সঠিক তদন্তপূর্বক দায়ী ব্যাক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এমনটাই প্রত্যাশা করছেন তারা ।