বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ২০ হাজার তালগাছ রোপন কর্মসূচি উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ২০ হাজার তালগাছ রোপন কর্মসূচি উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি :মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০ হাজার তালগাছ রোপন কর্মসূচি-২০১৭ইং এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে প্রমত্তা মেঘনা ও তেতুলিয়া নদীর বেরিবাদে উপকূলীয় বেস্টনি নির্মাণের লক্ষ্যে ১৪৬০ টি তালগাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে সেপ্টেম্বর ২০১৭ইং সালের মধ্যে সকল চারা রোপণ করা হবে। কর্মসূচির সফল বাস্তবায়নের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাত নিরোধ, ঘূর্ণিঝড়, সাইক্লোন, টর্নেডো, নদী ভাঙ্গন ও সামদ্রিক জ্বলোচ্ছাস সহ সকল প্রাকৃতিক দূর্যোগ হতে বোরহানউদ্দিনের মানুষ অনেকাংশে রক্ষা পাবে। এ কর্মসূচির উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ কুদ্দূস। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।