মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » রোহিঙ্গা শরনার্থীদের কষ্ট দেখে কাঁদলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।। লালমোহন বিডিনিউজ
রোহিঙ্গা শরনার্থীদের কষ্ট দেখে কাঁদলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশা দেখে আর কষ্টের কথা শুনে চোখের পানি আটকাতে পারলেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশার চিত্র নিজ চোখে দেখতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন।
বেলা পৌনে ১২টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তাঁরা।
প্রধানমন্ত্রী এবং তার বোনকে কাছে পেয়ে সবহারানো রোহিঙ্গারাও আবেগ আপ্লুত হয়ে পড়েন।
এ সময় অনেক অসহায় রোহিঙ্গাকে জড়িয়ে ধরেছেন বঙ্গবন্ধু কন্যা। তার চোখেও ছিল অশ্রু।
নির্ধারিত ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের দেখতে গিয়ে সেখানে অবস্থানরত শিশুদের পরম মমতায় জড়িয়ে ধরে মনযোগ দিয়ে তাদের কথা শোনেন প্রধানমন্ত্রী।
সেখানকার নারীরা প্রধানমন্ত্রীর কান্নাজড়িত মুখ দেখার সঙ্গে সঙ্গে পা ছুঁয়ে তাকে সালাম করতে এগিয়ে যান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি আহত শিশুকে দেখতে পান সেখানে। শিশুটির নাকে ব্যাণ্ডেজ করা, চোখ মুখ ফুলে আছে। তিনি ছেলেটির স্বাস্থ্যের খোঁজ খবর নেন।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী এক কন্যা শিশুর পরিস্থতি দেখে কান্নায় ভেঙে পড়েন। শিশুটির গালে মাথায় হাত বুলিয়ে দেন তিনি।
পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মায়ারমারের শরণার্থীদের পাশে রয়েছি এবং তাদের সব ধরনের সহযোগিতা দিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের দেশে ফিরছে আমরা পাশে রয়েছি।’
এলাকাবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এই সব আশ্রিত জনগণের সঙ্গে কোনো অস্থির বা অমানবিক আচরণ করা যাবে না। সহনশীলতার সঙ্গে এবং মানবতার সঙ্গে যেন তারা এইসব মানুষের দুঃখ-কষ্টের কথা বিবেচনা করবেন ।