সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » আন্তর্জাতিক | বিবিধ | শিরোনাম | সর্বশেষ » আবার ও রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের গ্রামে আগুন, গুলি।।লালমোহন বিডিনিউজ
আবার ও রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের গ্রামে আগুন, গুলি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: মিয়ানমারের রাখাইন রাজ্যে আবার গুলিবর্ষণ ও ঘরবাড়িতে আগুন দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
আজ সোমবার সন্ধ্যায় মার্কিন সংবাদমাধ্যম ‘এসএফগেট’ এই তথ্য জানিয়েছে।
সোমবার মিয়ানমারের রাখাইন রাজ্যের ‘পা দিন’ নামে একটি গ্রামে এই গুলিবর্ষণ ও ঘরবাড়িতে আগুন দেওয়া হয়। এতে ওই গ্রামে থাকা ১০০ জনের বেশি রোহিঙ্গা গ্রাম ছেড়ে পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন গ্রামবাসী বলেন, নিরাপত্তা রক্ষাকারী বাহিনী অভিযানের সময় রোহিঙ্গা মুসলমানদের ঘরবাড়িতে আগুন দেয়। এ সময় পালাতে থাকা গ্রামবাসীদের লক্ষ্য করে গুলিও করে তারা।
তবে স্থানীয় পুলিশ ও অভিযান চালাতে থাকা নিরাপত্তা রক্ষাকারী বাহিনী এসব অভিযোগ অস্বীকার করেছে।
রাখাইন রাজ্যের মাংদাও থানার একজন কর্মকর্তা সান উইন , ঘর-বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার জন্যে স্থানীয় ‘জঙ্গি’দের দায়ী করছেন।