সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় অজ্ঞাত কন্যা শিশুর গলিত লাশ উদ্ধার ।। লালমোহন বিডিনিউজ
মনপুরায় অজ্ঞাত কন্যা শিশুর গলিত লাশ উদ্ধার ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,মনপুরা প্রতিনিধি: মনপুরার উপজেলার বিচ্ছিন্ন এলাকা কলাতলী চরের এক পুকুর থেকে ৬ বছরের অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে কলাতলী ফাঁড়ির পুলিশ।
সোমবার সকাল ১১ টায় বিচ্ছিন্ন স্থানীয় ফরিদ মিয়ার বাড়ীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুটি মেয়ে শিশু বলে জানা যায় । এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
স্থানীয় ইউপি মেম্বার মোঃ ছালাহউদ্দিন জানান, জোয়ারের সময় একটি লাশ পানির সাথে ভেসে এসে পুকুরে ঢুকার খবর পেয়েছি। খালের সাথে পুকুরের সংযোগ রয়েছে। পুকুরের পাড় না থাকায় জোয়ারের পানি উঠা নামা করে।
এব্যাপারে কলাতলী পুলিশ ফাঁড়ির এস.আই আবুল হোসেন সত্যতা স্বীকার করে বলেন, পুকুরের সাথে খালের সংযোগ রয়েছে এবং ধারণা করা হচ্ছে লাশটি নদীতে ভেসে পুকুরে এসেছে।
তিনি আরো জানান, উদ্ধার হওয়ার লাশের ডান পা নেই, বা পায়ের ও অর্ধেক নেই। তবে লাশটির পড়নে জলপাই রংয়ের পোশাক ছিল। লাশটির সুরতহাল শেষে ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে।