সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতীয় সংসদে আলোচনা শুরু ।। লালমোহন বিডিনিউজ
রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতীয় সংসদে আলোচনা শুরু ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: রোহিঙ্গা ইস্যুতে জাতীয় সংসদে আলোচনার প্রস্তাব তোলা হয়েছে। আজ সন্ধ্যায় সংসদ অধিবেশনের শুরুতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি এ প্রস্তাব পেশ করেন।
প্রস্তাবে তিনি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিপীড়ন চরম আকার ধারণ করেছে।
লক্ষ লক্ষ মানুষ সীমান্তে এসে আশ্রয় নিয়েছে। সেখান থেকে প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা ঢলের মতো বাংলাদেশে প্রবেশ করছে। মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দিচ্ছে। যেন তারা আর নিজেদের বাসভূমিতে ফিরে যেতে না পারে।
নতুন করে ইসলামী সন্ত্রাসী আখ্যা দেয়া হচ্ছে। যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পাওয়া যায়। রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক রোহিঙ্গা নির্যাতন বন্ধ করা হোক, তাদের নিজ নিজ বাস ভূমিতে নিরাপদে ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব দিয়ে নিরাপদে বসবাসের সুযোগ দেয়া হোকসহ বেশ কয়েকটি প্রস্তাব রাখেন তিনি।
প্রস্তাব উত্থাপনের পর এর ওপর আলোচনায় অংশ নিচ্ছেন সংসদ সদস্যরা।