রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে আলী আজম মুকুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্ভোধন।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে আলী আজম মুকুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্ভোধন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে সরকারী আব্দুল জব্বার কলেজ মাঠে আলী আজম মুকুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ভোধন হয়েছে। শনিবার বিকাল ৩ টার সময় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো: আ: কুদ্দূস এর সভাপতিত্বে প্রধান অতিথি ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল উপস্থিততে বিশেষ অতিথি ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন টুর্ণামেন্টাটির শুভ উদ্ভোধন করেন। এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মুজাহিদুল ইসলাম, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার সামছুল আরিফ, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার , সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোহাব্বত জান চৌধুরী, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম খাঁন, বোরহানউদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্যাহ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহাম্মেদ মিয়া , বোরহানউদ্দিন সরকারী আব্দুল জাব্বার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম গজনবী, বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি দ্বীন ইসলাম রুবেল এর উপস্থিতিতে আলী আজম মুকুল গোল্ডকাপ উদ্ভোধন করেন। উদ্ভোধনী খেলায় বোরহানউদ্দিন বনাম তজুমুদ্দিনের মধ্যকার এক শ্বাসরুদ্ধকর খেলায় স্বাগতিক বোরহানউদ্দিন উপজেলা একাদশ ৩-১ গোলে তজুমউদ্দিন উপজেলা একাদশকে পরাজিত করে।