শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » রোহিঙ্গা ইস্যু নিয়ে নোংরা খেলা থেকে বিরত থাকুন - বিএনপিকে ওবায়দুল কাদের।।লালমোহন বিডিনিউজ
রোহিঙ্গা ইস্যু নিয়ে নোংরা খেলা থেকে বিরত থাকুন - বিএনপিকে ওবায়দুল কাদের।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : রোহিঙ্গাদের নিয়ে রাজনৈতিক নোংরা খেলা থেকে বিএনপিকে বিরত থাকার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি মানবিক বিপর্যয়কে ইস্যু করে মাঠে নামার চেষ্ঠা করছেন। আপনারা বার বার একটির পর একটি ইস্যু নিয়ে মাঠে নামার চেষ্ঠা করছেন। সবকিছুই আপনাদের মাঠে মারা গেছে।
মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা নিয়ে আমাদের কূটনৈতিক আলোচনা ও তৎপরতা চলছে। মিয়ানমারকে যারা চাপ দিতে পারে এবং আন্তর্জাতিকভাবে জাতিসংঘসহ সবাইকে আমরা বার বার তাগিদ দিচ্ছি। এখানে মানবিক বিপর্যয় হচ্ছে-যা বাংলাদেশের জনজীবনকে প্রভাবিত করছে। এখানে সরকারের চেষ্টার কোন ঘাটতি নেই।
তিনি শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ছাতিআমতলী এলাকায় নির্মিতব্য ব্রিজের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মহিউদ্দিন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম সারোয়ার কবীর প্রমুখ।