সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত- ১।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত- ১।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধে হামলায় মিরাজ নামের একজন গুরুতর আহত হয়েছে। সোমবার সকাল ১০ টার সময় মুন্সিরহাট ব্রীজের উপর এ ঘটনা ঘটে। তথ্য সুত্রে জানা যায়, জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ৭নং ওয়ার্ডের সামসুল হকের ছেলে মিরাজকে পিটিয়ে গুরুতর জখম করে ৯ নং ওয়ার্ডের কামাল, কবির, শাফিজল ও নুরেআলম। স্থানীয় লোক আহত মিরাজকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করে। পরে তার চিকিৎসার উন্নতি না হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে প্র্রেরণ করেন।
এ ঘটনায় আহত মিরাজের বাবা সামসুল হক বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন।
অপরদিকে মামলার কামাল নামের এক আসামী হাসপাতালে এসে আহতের পরিবার কে হুমকি দেওয়ার সময় তাকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ ।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জানান, থানায় মামলা হয়েছে, আসামী একজন আটক আছে, মামলার তদন্ত চলছে।