সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ডেঙ্গু আক্রান্ত কাদের সিদ্দিকী কে দেখতে গেলেন ফখরুল ।। লালমোহন বিডিনিউজ
ডেঙ্গু আক্রান্ত কাদের সিদ্দিকী কে দেখতে গেলেন ফখরুল ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: ডেঙ্গু জ্বরে আক্রান্ত কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান বিএনপি মহাসচিব।
এ সময় কাদের সিদ্দিকীর পাশে বসে তার চিকিৎসার খোঁজখবর নেন ফখরুল।
হাসপাতালে ভিআইপি কেবিনে চিকিৎসাধীন কাদের সিদ্দিকী তাকে দেখতে আসায় ফখরুলের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় দুই নেতার মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। পরে বঙ্গবীরের দ্রুত রোগমুক্তি কামনা করে ফখরুল হাসপাতাল ত্যাগ করেন।
জানা গেছে, ঈদের আগে বাড়ি যাওয়ার পথেই ডেঙ্গু রোগে আক্রান্ত হন মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক। পরে তাকে টাঙ্গাইলে চিকিৎসা দেয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় রোববার বিকেলে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। পরে বিএসএমএমইউ ভর্তি করা হয়।