শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মুক্তিযোদ্ধা নুরুল হক’র প্রথম মৃত্যুবার্ষিকী, স্বীকৃতির আশায় পরিবার ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহনে মুক্তিযোদ্ধা নুরুল হক’র প্রথম মৃত্যুবার্ষিকী, স্বীকৃতির আশায় পরিবার ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ ॥ ১৯৭১ সালে বাংলা মাতৃভুমি কে পাক হানাদারদের কবলমুক্ত করতে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে এনে দিয়েছেলিন লাল সবুজের পতাকা, এনেছিলেন স্বাধীনতা ।
লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়ন ২নং ওয়ার্ড গোলদার বাড়ীর সেকান্তর গোলদারের একমাত্র ছেলে নুরুল হক ও তাঁদের একজন ছিলেন ।
নবম সেক্টর মুক্তিযোদ্ধা কমান্ডার মেজর এম এ জলিল ও নবম সেক্টর কমান্ডার মো: ছিদ্দিকুর রহমান এর সনদ থাকতে ও তাঁর জীবদশ্যায় মেলেনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি।
স্বীকৃতির আশায় দ্বারে দ্বারে ঘুরে বেরিয়ে অবশেষে ক্লান্ত জীবন কে শান্ত করতে ২০১৬ সালের পহেলা সেপ্টেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করে পরপারে পারি জমায় হতভাগ্য নুরুল হক। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, তিন কন্যা ও এক ছেলে রেখে গেছেন।
নুরুল হক এর মৃত্যুর পর তাঁর সম্মান ও স্বীকৃতির জন্য আশায় বুক বেঁধে রয়েছে হতভাগ্য নুরুল হকের স্ত্রী ও সন্তানরা ।
মুক্তিযোদ্ধা নুরুল হক এর ছেলে মো: শাহ আলম বলেন, বাবার মৃত্যুর পর আমি তাঁর সনদগুলো নিয়ে বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়ে আমি ও কান্ত হয়ে গেছি । মুক্তিযুদ্ধের সনদ থাকার পরে ও কেন স্বীকৃতি পেলোনা? কেন তাকে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হলো ? আর কত ঘুরে বেরালে স্বীকৃতি পাবো? উত্তরগুলো অজানা থাকলে ও এমন শত প্রশ্নবাণ করতে করতে মুক্তিযোদ্ধা নুরুল হক’র প্রাপ্ত যাবতীয় সনদ যেমন, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ মুক্তি বাহিনী নবম সেক্টর মুক্তি বাহিনী প্রধানের সনদ, ৯নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল কর্তৃক মুক্তিযোদ্ধার সনদ, নবম সেক্টর কমান্ডার মো: সিদ্দিকুর রহমান কর্তৃক মুক্তিযোদ্ধার সনদ, স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল প্রধান উপজেলা কমান্ডার জনাব মোজাম্মেল হক কর্তৃক প্রদেয় সনদ, লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মাহে আলম কুট্টি কর্তৃক প্রদেয় সনদ সহ স্থানীয় মুক্তিযোদ্ধা যাদের সাথে তিনি ( নুরুল হক) সহযোদ্ধা হিসেবে উপস্থিত ছিলেন সকলের ভাষ্য উপস্থাপণ করে শাহ আলম বলেন, এসব সনদগুলো নিয়ে বাবা ২০১৪ সালে অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন । আবেদনটি গৃহীত হয়েছিল । এখন যাচাই বাছাই এর যাতাকলে পরে অধরা রয়ে গেছে তাঁর স্বীকৃতি।
মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবার আশায় বুক বেঁধে থেকে ও বাবা তাঁর জীবদ্দশায় যে স্বীকৃতি পায়নি যদি তাঁর এ সকল সনদগুলো সত্যি হয়ে থাকে, তিনি যদি প্রকৃত মুক্তিযোদ্ধা হয়ে থাকেন, তাহলে তিনি যেন দ্রুত তাঁর যথাযথ সম্মান ও স্বীকৃতি পায় । এমন দাবী নিয়ে মুক্তিযোদ্ধা নুরুল হক এর সম্মান ও স্বীকৃতি পেতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর সূদৃষ্টি কামনা করছেন তাঁর পরিবার।