সোমবার, ২৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে নয় জুয়ারী আটক ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে নয় জুয়ারী আটক ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: লালমোহন উপজেলার সদর ইউনিয়ন ৬নং ওয়ার্ড এলাকায় জুয়া খেলার সময় হাণা দিয়ে নাছির, সাগর, মিরাজ, সিরাজ, কামাল, আলমগীর, বজলু, লিটন ডাক্তার ও সোহাগ নামের নয়জন জুয়ারীকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।
জানা যায়, সোমবার বিকেলে লালমোহন ইউনিয়নের কালিরটেক বাজার এলাকার কানা কামালের বাড়ীর পেছনের বাগানে জুয়ার আসর চলছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে হানা দিয়ে নয় জুয়ারী কে আটক করে।
আটককৃতদের মধ্যে সাতজন কে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো: শামসুল আরিফ এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ধারা নং ৪ ও ৫ অনুযায়ী প্রত্যেক কে ৩শত টাকা জরিমানা করা হয় এবং মুচলেকার মাধ্যমে তাদের কে মুক্তি দেয় ভ্রাম্যমান আদালত ।
অপর দু জুয়ারীর মধ্যে সোহাগ নামের একজনের নামে চরফ্যাশন থানায় মামলা থাকায় তাকে চরফ্যাশনে প্রেরণ করা হয় এবং ফুলবাগীচা বাজার এলাকার লিটন ডাক্তার নামের এক জুয়ারীকে ছেড়ে দেয়া হয় বলে জানা যায়।
এলাকাবাসী জানায়, কানা কামাল নিজের বাড়িতে প্রতিনিয়ত জুয়ার আসর বসাত । সোমবার লালমোহন থানা পুলিশ চাষী সেঁজে জুয়া আসরের পার্শ্বের জমিতে ধানের চারা রোপন করতে থাকে । জুয়ারীরা যখন সমবেত হয়ে খেলায় মত্ত হয় তখনই হানা দিয়ে পুলিশ জুয়ারীদের কে আটক করে।