শনিবার, ২৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় অজ্ঞাত মরদেহ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
ভোলায় অজ্ঞাত মরদেহ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি: ভোলার ইলিশা মেঘনা নদীর পাড় থেকে অজ্ঞাত এক নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে ইলিশা পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরে তাকে সুরাতাল করার জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়।
ইলিশা ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম জানান, শনিবার সকালে মেঘনার জোয়ারের সাথে ইলিশা লঞ্চ ঘাট এলাকায় অজ্ঞাতপরিচয়ের এক নারীর মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।
পরে পুলিশ ময়নাতদন্তর জন্য লাশটি ভোলার মর্গে পাঠিয়েছে। মহিলার আনুমানিক বয়স ৩৫ বছর বলে ধারণা করা যাচ্ছে।