মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বিবিধ | শিরোনাম | সর্বশেষ » বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা পেমেন্ট’ ছাড়াই ঋণ পাবেন।।লালমোহন বিডিনিউজ
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা পেমেন্ট’ ছাড়াই ঋণ পাবেন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সোহেল সিকদার ঢাকা: বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা কোনো ‘ডাউন পেমেন্ট’ ছাড়াই তাদের কৃষি ঋণ পুনঃতফসিল করতে পারবেন এবং কোনো ধরনের জমা ছাড়াই নতুন ঋণ পাবেন।
মঙ্গলবার সারাদেশে ৩১টি জেলা বন্যার কবলিত হওয়ায় কৃষকদের জন্য বিশেষ ছাড় দিতে সব ব্যাংককে এই নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
পুনঃতফসিল ঋণের কিস্তি ছয় মাস আদায় না করারও নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংক গুলোকে।
বন্যায় ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকদের কৃষি এবং এসএমই খাতের কুটির শিল্পের উদ্যোক্তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের পক্ষে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ দুরূহ হবে বলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার মধ্যে রয়েছে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ক্ষেত্র বিশেষে ডাউন পেমেন্ট এর শর্ত শিথিলপূর্বক স্বল্প মেয়াদী কৃষি ও ক্ষুদ্র ঋণ এবং এসএমই খাতের কুটির ও মাইক্রো ঋণ পুনঃতফসিল করা যাবে।
এ ধরনের ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সর্বোচ্চ ৬ মাস গ্রেস পিরিয়ড (কিস্তি আদায় বন্ধ) প্রদান করা যাবে।
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক এবং এসএমই খাতের কুটির ও মাইক্রো উদ্যোক্তারা যাতে প্রকৃত চাহিদার ভিত্তিতে যথাসময়ে নতুন ঋণ সুবিধা পেতে পারেন সে লক্ষ্যে কোনো অর্থ (কম্পোমাইজড এমাউন্ট) জমা ব্যতিরেকেই পুনঃতফসিল পরবর্তী নতুন ঋণ সুবিধা প্রদান করা যাবে।
এছাড়া সার্টিফিকেট মামলা (যদি থাকে) সমঝোতার (সোলেনামা) মাধ্যমে স্থগিত/নিষ্পত্তিপূর্বক ঋণ পুনঃতফসিল করা যাবে।
এসব নির্দেশ অবিলম্বে কার্যকর হবে এবং উল্লিখিত পুনঃতফসিলিকরণ ও পুনঃতফসিল পরবর্তী নতুন ঋণ প্রদান সুবিধা ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।