
মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হারিছ আহমেদের জানাযা সম্পন্ন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হারিছ আহমেদের জানাযা সম্পন্ন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: ভোলার লালমোহনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারের মধ্যদিয়ে মুক্তিযোদ্ধা হারিছ আহমেদের জানাযা সম্পন্ন হয়েছে । সোমবার সকাল ১০ টায় উত্তর হরিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হয়।
টেলি কনফারেন্সে ভোলা-৩ (লালমোহন- তজুমদ্দিন) জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, মুক্তিযোদ্ধা হারিছ আহমেদ ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা। আমি অসুস্থ হারিছ আহমদকে দেখতে রাজধানীর কাঠাল বাগান পদ্মা জেনারেল হাসপাতালে গিয়েছিলাম। সেখানে তার চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছি। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামছুল আরিফ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, মুক্তিযোদ্ধা কমান্ডার মাহে আলম কুট্টি, আওয়ামীলীগ ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমীকলীগ সহ মুক্তিযোদ্ধারা ।