শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বিবিধ | শিরোনাম | সর্বশেষ » পানি বাড়ছে কুষ্টিয়ার পদ্মা নদীতে।।লালমোহন বিডিনিউজ
পানি বাড়ছে কুষ্টিয়ার পদ্মা নদীতে।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কুষ্টিয়া : পানি বাড়ছে কুষ্টিয়ার পদ্মা নদীতে। সেই সাথে পদ্মার প্রধান শাখানদী গড়াই নদীর পানিও বাড়ছে।
আজ শুক্রবার এ দুই নদীর পানি বিপদসীমার খুব কাঁছাকাছি দিয়ে প্রবাহিত হয়েছে।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম জানান, কয়েকদিন ধরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে পদ্মার শাখা নদী গড়াই এর পানিও বৃদ্ধি পাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের হিসাব মতে হার্ডিং ব্রীজ পয়েন্টে পানি প্রবাহের মাত্রা ১৩ দশমিক ৬৮ মিটার। হার্ডিং ব্রীজ পয়েন্টে বিপদসীমা ১৪ দশমিক ২৫ মিটার। যা বিপদসীমা থেকে শুন্য দশমিক ৫৭ মিটার নিচে।
অপরদিকে পদ্মার শাখা নদী গড়াই নদীতে পানি প্রবাহের মাত্রা ছিলো ১২ দশমিক ১৩ মিটার। বিপদসীমার মাত্রা ১২ দশমিক ৭৫ মিটার। যা বিপদসীমা থেকে শুন্য দশমিক ৬২ মিটার নিচে।
তিনি আরো জানান, দেশের বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা এবং তিস্তার পানি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। উজানের পানি আসায় পদ্মা ও গড়াইয়ের পানি বাড়ছে। আরো কয়েক দিন পানি বৃদ্ধি পেতে পারে বলে জানান ওই কর্মকর্তা।
তিনি জানান, পদ্মার পাশে যেসব বাঁধ আছে, সেগুলোতে নজর রাখা হচ্ছে।