বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » রাজধানী | শিরোনাম | সর্বশেষ » রাজধানীতে বাসায় ডেকে নিয়ে টিভি উপস্থাপিকাকে ধর্ষণ ।।লালমেোহন বিডিনিউজ
রাজধানীতে বাসায় ডেকে নিয়ে টিভি উপস্থাপিকাকে ধর্ষণ ।।লালমেোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা: রাজধানীর কদমতলীতে এক টেলিভিশনের অনুষ্ঠান উপস্থাপিকা (২৩) ধর্ষণের শিকার হয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে।
গত ২ আগস্ট ধর্ষণের ঘটনা ঘটলেও তিনি ১৬ আগস্ট বুধবার রাতে কদমতলী থানায় এই বিষয়ে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার তরুণী অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি অভিনয়ও করেন। তিনি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
ঘটনার দিন তাকে শনিরআখড়ার এলাকার একটি বাসায় ডেকে নেন তার পূর্ব পরিচিত এক যুবক। সেখানে তাকে ধর্ষণ করা হয়। এর পাশাপাশি ধর্ষণের দৃশ্য মোবাইলে ভিডিও করে রাখে সেই যুবক।
কদমতলী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, মেয়েটি নিজেই বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। (মামলা নং- ৩৪)। তিনি জানান, আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।