বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » ভোলায় কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ উত্তোলন করে আত্মসাৎ।।লালমোহন বিডিনিউজ
ভোলায় কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ উত্তোলন করে আত্মসাৎ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা কর্মসংস্থান ব্যাংক শাখা থেকে ঋণ উত্তোলন করে আত্মসাতের অভিযোগ পাওয়াগেছে। বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের হাজির হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইউসুফ সর্দারের বিরুদ্ধে । ভোলা কর্মসংস্থান ব্যাংক শাখার ব্যবস্থাপক মামুনুর রশীদ, বুধবার বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নে লিখিত অভিযোগ করে বলেন, হাজীর হাট ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইউসুফ সর্দার ভোলা কর্মসংস্থা ব্যাংক শাখা থেকে ১৮/০৮/১৭ ইং তারিখে তার নিজনামীয় বেতনের চেক (অগ্রীম স্বাক্ষরপূর্বক) জামানত রেখে তার স্ত্রী তৈয়বা বেগমের নামে দুই বছর মেয়াদী ১ লক্ষ টাকা ঋণ গ্রহন করেন। ঋণের মঞ্জুরীপত্রের শর্তানুসারে ঋণ প্রদানের পরের মাস হতে ৫২০০/টাকা হারে ২৩ টি কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধ করবেন বলে অঙ্গীকার করেছেন।কিন্তু ইউসুফ সর্দার ঋণের মঞ্জুরীপত্রের শর্তভঙ্গ করে ঋণের টাকা পরিশোধ করছে না। ইউসুফ সর্দারের নিকট হতে কর্মসংস্থান ব্যাংক অধ্য পর্যন্ত ১৬ টি কিস্তিতে ৮৩৪০০/টাকা খেলাপী পাওনা রয়েছে। এবং তার ঋণের বর্তমান স্থিতি ১১৩৩১৬/টাকা। অনেক তাগেদার পর ইউসুফ সর্দার ৫ হাজার টাকা জমা দেয়। তিনি আরো জানান, বর্তমানে ইউসুফ সর্দার ভোলা কর্মসংস্থান ব্যাংক শাখার ঋণের পাওনা টাকা না দেওয়ার চেষ্টা করছেন বলে জানান তিনি। অভিযুক্ত ইউসুফ সর্দারের কাছে জানতে চাইলে তিনি জানান, হ্য আমি কর্মসংস্থান ব্যাংক ভোলা শাখা থেকে ঋণ উত্তোলন করেছি। টাকা দেইনাই এখন দিমু। এ ব্যাপারে ভোলা কর্মসংস্থান ব্যাংক শাখার ব্যাবস্থাপক মামুনুর রশীদ বাদী হয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।