মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » শোক দিবসে জাতীয় পতাকা ব্যাংকের গ্রীলে প্যাঁচানো ।।লালমোহন বিডিনিউজ
শোক দিবসে জাতীয় পতাকা ব্যাংকের গ্রীলে প্যাঁচানো ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ , বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে মঙ্গলবার জাতীয় শোক দিবসে পৌর শহরের নূর মার্কেটে অগ্রণী ব্যাংক লিমিটেড বোরহানউদ্দিন শাখা অফিসে জাতীয় পতাকা ব্যাংকের গ্রীলে প্যাঁচানো অবস্থায় দেখা যায়। সকাল থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত পতাকার ওই অবস্থা দেখে অনেকে সোস্যাল মিডিয়ায় ছবি তুলে পোষ্ট দিলে প্রতিবাদের ঝড় ওঠে। এছাড়া ওই মার্কের্টের ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। সংবাদকর্মীরা ওই ব্যাংকের ম্যানেজার এসএম ফরিদের দৃষ্টি আকর্ষন করলে মুঠোফোনে তিনি সাংবাদিকরা ভুল দেখছে বলে দাবি করে বলেন, পতাকা টাঙ্গানো সম্পূর্ন ঠিক আছে। তিনি ভোলা সদরে শোক দিবসের অনুষ্ঠানে আছেন। পতাকার বিষয়টি ছড়িয়ে পড়লে ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত জানালা থেকে জাতীয় পতাকা সরিয়ে ফেলে আড়াই হাত মাপের গাছের ঢালের সাথে তৃতীয় তলায় যেনতেন ভাবে টাঙ্গিয়ে রাখে। নূর মার্কের্টের ব্যবসায়ী মোখলেছ, শাহাবুদ্দিন নয়ন জানান, ব্যাংকের ম্যানেজার জাতীয় শোক দিবসের মত দিনেও জাতীয় পতাকাকে অবমাননা করেছেন। বোরহানউদ্দিন হাজীর হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো: ইউসুফ মাকের্টে কেনাকাটা করতে এসে জাতীয় পতাকার এ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করে বলেন জাতির এ শোক দিবসে জাতীয় পতাকাকে অবমাননা জাতির জন্য অত্যন্ত দু:খ জনক। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আ: কুদ্দূস জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। কেউ পতাকার অবমাননা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।