রবিবার, ১৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ মফিজুল ইসলাম (৪০) নামে এক কৃষককের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরের দিকে উপজেলার আবুবকর পুর ইউনিয়নের আবুবকর পুর গ্রামের এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজুল ইসলাম ওই গ্রামের স্থানীয় বাসিন্দা বাদশা মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সকালে দিকে মফিজুল ইসলাম তার পারিবারিক কবরস্থান পরিস্কার করার সময় বিদ্যুতের ছেড়া তারের সাথে জড়িয়ে পরে। পরে তার পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হত তথ্যটি নিশ্চিত করেন।