রবিবার, ১৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » আ”লীগ বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করছে -ফখরুল ।। লালমোহন বিডিনিউজ
আ”লীগ বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করছে -ফখরুল ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ:প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নৈশভোজে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের যোগ দেয়ার খবরে উদ্বেগ ও শঙ্কা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।
রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ছাত্রদল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে ফখরুল এসব কথা বলেন। লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই মাহফিলের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, গতকাল রাতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাসায় গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে বিএনপি বিস্মিত, উদ্বিগ্ন ও শঙ্কিত হয়েছে।
তিনি বলেন, সরকার ও আওয়ামী লীগের নেতারা প্রধান বিচারপতি এবং বিচার বিভাগ সম্পর্কে যেভাবে কথা বলছেন, তা রাজনৈতিক ভাষা নয়। এটা সন্ত্রাসের ভাষা। বিচার বিভাগের ওপর চাপ প্রয়োগ না করে তিনি বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার আহ্বান জানান। তিনি দাবি করেন, গণতন্ত্রকে ধ্বংস করতে সরকার নতুন ষড়যন্ত্র শুরু করেছে।
ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির প্রমুখ বক্তব্য দেন।