
শুক্রবার, ১১ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » আশুলিয়ায় কন্ঠশিল্পি কে রাতভর গণধর্ষণ
আশুলিয়ায় কন্ঠশিল্পি কে রাতভর গণধর্ষণ
লালমোহন বিডিনিউজ: অনুষ্ঠানে গান গাওয়ার কথা বলে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে এক কন্ঠশিল্পীকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা।
গত বুধবার আশুলিয়ায় এ ঘটনা ঘটে ।
বৃহস্পতিবার আশুলিয়া থানায় ঐ শিল্পী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিল্পীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান ওসি।
মামলার এজাহার ও আশুলিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাউল শিল্পী বিভিন্ন মাজারে ঘুরে ঘুরে গান করেন। মাস খানেক আগে তার সঙ্গে আশুলিয়ার আরেক নারী শিল্পীর পরিচয় হয়।
তারই সূত্র ধরে বুধবার রাতে আশুলিয়ায় একটি গানের অনুষ্ঠানে ডাক পান তিনি। নারায়ণগঞ্জ থেকে বুধবার সন্ধ্যায় আশুলিয়ায় যান ওই শিল্পী।
পূর্বপরিচিত শিল্পীর দেওয়া ঠিকানায় যাওয়ার পর তাকে একটি ঘরে আটকে রেখে ৮/১০ জন মিলে রাতভর ধর্ষণ করে।
বিষয়টি জানার পর স্থানীয়দের সহায়তায় আশুলিয়া থানা-পুলিশ বৃহস্পতিবার দুপুরে তাকে উদ্ধার করে। এরপর থানায় নেওয়ার পর শিল্পী নিজেই বাদী হয়ে মামলা করেন।