মঙ্গলবার, ৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে গুল্ডী জাল আটক করেছে সরাজগঞ্জ জেলেরা
বোরহানউদ্দিনে গুল্ডী জাল আটক করেছে সরাজগঞ্জ জেলেরা
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীতে সরাজগঞ্জ মাছঘাট ও দৌলত খান মাছঘাট জেলেদের মধ্য মাছ ধরাকে কেন্দ্রকরে ১৭ টি গুল্ডী জাল ও নৌকা সহ আটক করেছে সরাজগঞ্জ মাছ ঘাটের জেলেরা। স্থানীয় সুত্রে জানায়, সোমবার মেঘনা নদীতে দৌলত খান ও সরাজগঞ্জ মাছ ঘাটের জেলেদের মধ্য মাছ ধরাকে কেন্দ্র করে সংঘষের ঘটনা ঘটে। এ সময় সরাজগঞ্জ মাছ ঘাটের জেলেরা আহত হয়। এই সুত্র ধরে মঙ্গলবার সরাজগঞ্জ মাছ ঘাটের জেলেরা মেঘনা নদী থেকে দৌলত খান মাছ ঘাটের ১৭ টি গুল্ডী জাল নৌকা সহ আটক করে সরাজগঞ্জ মাছ ঘাটে নিয়ে আসে। পরে স্থানীয় জেলেরা বোরহানউদ্দিন মৎস্য কর্মকর্তাকে খবর দেয়। বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ. এফ. এম. নাজমুস সালেহীন জানান, স্থানীয় জেলেরা জাল গুলো অবৈধ মনেকরে আমাদেরকে খবর দেয় আমরা ও স্থানীয় থানা পুলিশ সরাজগঞ্জ মাছঘাটে গিয়ে জাল গুলো পরিক্ষা করে আইনগত অবৈধ না হওয়ায় ১৭ টি গুল্ডী জাল ও নৌকা সহ ছেড়ে দেয়াহয়।