মঙ্গলবার, ৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | বিবিধ | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » গাপ্পি মাছের মাধ্যমে চিকনগুনিয়া প্রতিরোধ সম্ভব- মেয়র সাঈদ খোকন
গাপ্পি মাছের মাধ্যমে চিকনগুনিয়া প্রতিরোধ সম্ভব- মেয়র সাঈদ খোকন
লালমোহন বিডিনিউজ: গাপ্পি মাছের মাধ্যমে এডিস মশাবাহিত চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। রাজধানীর স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাস মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
এ সময় রাজধানীর পয়োনিষ্কাশন ড্রেনে গাপ্পি মাছ ছাড়া হচ্ছে বলে জানান সাঈদ খোকন। ‘চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগ প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক’ এই সেমিনারে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির বিদায়ী উপাচার্য অধ্যাপক এম ফিরোজ আহমেদ, নবনিযুক্ত উপাচার্য মুহাম্মদ আলী নকী, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী সারওয়ার ইমতাজ হাশেমী প্রমুখ।
সাঈদ খোকন বলেন, গাপ্পি মাছ দিনে ৫০টি মশার লার্ভা খেতে সক্ষম। তাই সিটি করপোরেশনের ৪৫০ কিলোমিটার ড্রেনে প্রাকৃতিক উপায়ে মশকনিধনের জন্য এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ জন্য গাপ্পি মাছের ১৫ লাখ পোনা প্রয়োজন।
গাপ্পি মাছ প্রকল্প কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে মেয়র বলেন, রাজধানীর পয়োনিষ্কাশন ড্রেনে গাপ্পি মাছ ছাড়া হচ্ছে। চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে এলেও বসে থাকার কোনো সুযোগ নেই। এ সময় মেয়র ইউনিভার্সিটি ক্যাম্পাসের ড্রেনে গাপ্পি মাছের পোনা অবমুক্ত করেন।
চিকুনগুনিয়া রোগে আক্রান্ত মানুষকে বাসায় গিয়ে সেবা দেওয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, সম্প্রতি ১ হাজার ৫৭৭ জন রোগীকে ফিজিওথেরাপি সেবা দেওয়া হয়েছে। তিনি বলেন, চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগ প্রতিরোধ করতে হলে গণসচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।