সোমবার, ৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ভলগেট থেকে খালে পরে গিয়ে নিখোঁজ-১
লালমোহনে ভলগেট থেকে খালে পরে গিয়ে নিখোঁজ-১
লালমোহন বিডিনিউজ: লালমোহনে পাথরবাহী ভলগেটের ছাদ থেকে খালে পরে গিয়ে ভলগেট মালিকের ছেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে ।
সোমবার সকাল অানুমানিক সাড়ে সাত টায় লালমোহন পৌর ৮নং ওয়ার্ড মেয়রের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে ।
ভলগেট কতৃপক্ষ জানায়, লালমোহন পৌর ৮নং ওয়ার্ড মেয়রের ঘাটে পাথর নামানোর উদ্দেশ্যে চাঁদপুর উপজেলা ৪নং ওয়ার্ড ছিরামদি এলাকার হাজী মো: আ: রশিদ এর “এম ভি ময়ুরী মোল্লা” নামের একটি ভলগেট ঘাটে ভিড়ায় ।
সোমবার সকালে ভলগেটটি হঠাৎ করে বাঁধন খুলে খালের মাঝখানে চলে যেতে থাকলে ভলগেটের লোকজন দ্রুত ইঞ্জিন চালু দেয়ার জন্য ভিতরে প্রবেশ করে ।
অন্যদিকে ভলগেট ময়ুরী মোল্লা’র মালিকের ছেলে আইউব আলী ভলগেটের ছাদের উপর ওঠে সুগানের কাছে যায় । ইঞ্জিনটি চালু হওয়ার সাথে সাথেই ভলগেটের সুগানটি ঘুরে গিয়ে ভলগেট মালিকের ছেলেকে খালে ফেলে দেয়।
পরবর্তীতে অন্যান্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসে খবর দেয় ।
ফায়ার সার্ভিস কর্মীরা ও তাকে খুঁজে পায়নি।
অবশেষে নিখোঁজ আইউব আলীকে উদ্ধারের জন্য বরিশাল থেকে ডুবুরী আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ভলগেট ময়ুরী মোল্লা কতৃপক্ষ ।