রবিবার, ৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » “৫৭ধারা” বাতিলের দাবিতে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি
“৫৭ধারা” বাতিলের দাবিতে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি
লালমোহন বিডিনিউজ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারাসহ গণমাধ্যম বিরোধী সব কালাকানুন বাতিল, রেজিস্টার্ড সাংবাদিক ইউনিয়নসহ সব পক্ষের প্রতিনিধিত্ব নিয়ে অবিলম্বে নবম ওয়েজবোর্ড গঠন, দিগন্তটিভি, দৈনিক আমার দেশসহ বন্ধ সকল মিডিয়া অনতিবিলম্বে খুলে দেয়া এবং সাংবাদিক হয়রানি-নির্যাতন বন্ধের দাবিতে ময়মনসিংহে রাজপথে অবস্থান কর্মসুচী পাল করেছে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ (জেইউএম)। রোববার দুপুরে শহরের সি কে ঘোষ রোডে রাজপথ অবস্থান কর্মসূচি পালনের পর বিক্ষোভ মিছিল গাঙিনারপাড় ট্রাফিক মোড় হয়ে সিকে ঘোষ রোডে মানববন্ধন করে।
অবস্থান কর্মসুচীতে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ (জেইউএম) এর সভাপতি এম আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক ভুইযা প্রমুখ।
সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ (জেইউএম) এর সহ-সভাপতি সুপ্রিয় ধর বাচ্চু, কোষাধ্যক্ষ নজীব আশরাফ, সাংগঠনিক সম্পাদক মতিউল আলম, জনকল্যাণ সম্পাদক এম এ মোতালেব, নির্বাহী সদস্য মোখলেছুর রহমান সবুজ, নির্বাহী সদস্য রুবেল মাহমুদ, সিনিয়র সাংবাদিক শাহ আলম উজ্জ্বল, রাসেল হোসেন, আনিসুর রহমান ফারুক, হাসনাতুল ইসলাম মিল্লাত, ফকরুল আকন্দ, সাজ্জাতুল ইসলাম, কাজী আব্দুল্লাহ আল আমিন, সাইফুল ইসলাম তরফদার, রফিকুল ইসলাম, ফারুক ইফতেয়ার সুমন, খলিলুর রহমান, আব্দুস সাত্তার, সাখাওয়াত হোসেন, আতাউর রহমান, মো. রফিকুল ইসলাম, এ বি সিদ্দিক খসরু, বিল্লাল হোসেন, ফয়জুর রহমান ফরহাদ, এম কামারুজ্জামান লিটন, আজহারুল হক, সারোয়ার ফরাজী, শফিকুল ইসলাম ভুইয়া, মো. আব্দুল আউয়াল, রুহুল আমিন, শামীম আহাদ আনোয়ার কর্মসুচীতে অংশ গ্রহন
করেন।