রবিবার, ৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ, ছাত্রলীগ সম্পাদক সহ আহত-৩
চরফ্যাশনে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ, ছাত্রলীগ সম্পাদক সহ আহত-৩
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউপির চেয়ারম্যান ও ইউপি আ’লীগের সভাপতির মধ্যে আদিপত্য বিস্তার নিয়ে আ’লীগের দু’গ্রুপের সংর্ঘষে ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদকসহ ৩ জন আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টায় দুলারহাটের পশ্চিম বাজারে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, নুরাবাদ আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন মাস্টার ও বর্তমান ইউপি’র চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সাথে আদিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দলীয় ও সহযোগী সংগঠনের অধিকাংশ নেতৃবৃন্দ সভাপতির পক্ষে অবস্থান করে আসছে। নুরাবাদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি প্রভাষক সুমন সভাপতির পক্ষে রয়েছে।
স্থানীয় ছাত্রলীগ জানান, চরফ্যাশন থেকে মন্ত্রীদের সুধী সমাবেশ শেষে নুরাবাদ ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দুলারহাট আসলে রাত সাড়ে ৯টায় পশ্চিম বাজার সুমনকে চেয়াম্যানের বড় ভাই কামাল মাষ্টারের নেতৃত্বে হামলা করেন। এঘটনায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।। এতে সবুজ ও (অবঃ) সেনা সদস্য মহিউদ্দিন আহত হয়।
ইউনিয়ন সভাপতি শাহাবুদ্দিন মাষ্টারের ছেলে আনোয়ার হোসেন বলেন, সুমন ইউনিয়ন সভাপতি শাহাবুদ্দিন মাষ্টারের পক্ষে থাকায় কামাল হোসেন হিংসাত্বক মনোভাব নিয়ে তাকে পিটিয়ে আহত করেছে। সে এলাকায় ইতিপূর্বেও বিশৃংখলা সৃষ্টি করে আসছে।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, আমি কোন সংঘর্ষের ঘটনার সাথে জড়িত না।