সোমবার, ২৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃষ্টে দিনমজুর নিহত
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃষ্টে দিনমজুর নিহত
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ডে ঘরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সুমন (২২) নামে এক দিন মজুরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ওই ওয়ার্ডের কাইমুদ্দি মোড় সংলগ্ন এলাকার বিডিআর সদস্য সাইফুলের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই এলাকার জকির হোসেনের ছেলে। এ ঘটনায় সাইফুল নিজেও আহত হয়েছেন বলে জানা গেছে।
পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলাদ্দিন মাতাব্বর জানান, দুপুরের দিকে স্থানীয় সাইফুলের বাড়িতে ঘর মেরামতের কাজ করছিলো সুমন। এ সময় ঘরের চালা নামাতে গিয়ে বিদ্যুতের তাড় কেটে যায়। এতে বিদ্যুতের ছেড়া তাড়ের সাথে প্রথমে টিন পরে সুমন নিজে তাড়িত হয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচাজ (ওসি) এনামুল হক জানান, নিহতের লাশের ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।