সোমবার, ২৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন পৌর কর্মকর্তা কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি
লালমোহন পৌর কর্মকর্তা কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি
লালমোহন বিডিনিউজ,সালাম সেন্টু : সরকারি কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন প্রদানের দাবীতে “বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী কেন্দ্রিয় এ্যাসোসিয়েশন” এর ডাকে সারা দেশের ন্যায় লালমোহনে ও অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছে লালমোহন পৌর কর্মকর্তা কর্মচারীগণ ।
রবিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত “লালমোহন পৌর ভবনের সামনে এ কর্মবিরতি পালন করা হয় ।
দেশের বিভিন্ন পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় মানবেতর জীনবযাপন করছেন কর্মকর্তা কর্মচারীগণ । অনেকে অবসরে যাওয়ার পরও পেনশনের টাকা পাচ্ছেন না। এজন্য দেশের সব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা প্রদানের দাবি পুরণের লক্ষে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেন তারা ।