সোমবার, ২৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষার্থীরা
লালমোহনে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষার্থীরা
লালমোহন বিডিনিউজ :উপজেলার চরভূতা ইউনিয়ন ২নং ওয়ার্ড হরিগঞ্জ এলাকার “৮৩নং আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাঁটু পানি” জমে আছে। ফলে কোমলমতী শিক্ষার্থী ও শিক্ষকগণ কাঁদা পানি মাড়িয়ে স্কুলে যাতায়াত করতে হয় ।
দীর্ঘদিনের এ সমস্যা নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপÍ) মোঃ আলী হোসেন বলেন, ১৯৯৮ সালে ৫০শতাংশ জমির ওপর এ প্রতিষ্ঠানটি নির্মিত হয় । বিদ্যালয়ে ২০৭ জন শিক্ষার্থী রয়েছে । শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি মানষিক বিকাশের জন্য খেলাধূলা করা অতীব জরুরী । কিন্তু এখানে খেলাধুলা করার জন্য যে মাঠ রয়েছে সেখানে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই জলাবদদ্ধতার সৃষ্টি হয় । কোমলমতী শিক্ষার্থীরা পানি মাড়িয়ে নিয়মিত যাতায়াত করার ফলে একদিকে যেমন তাদের কে পানিবাহীত রোগে ভূগতে হয় আবার হোচট খেয়ে বই পুস্তক ও ভিজিয়ে ফেলে।
তিনি আরো বলেন, আমরা পাশ্ববর্তী জমির মালিকদের সাথে কথা বলে একটি পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি তবু ও জলাবদ্ধতা রোধ করতে পারিনি । ফলে শিক্ষার্থীরা কোন প্রকার খেলাধুলা ও করতে পারছে না । অথচ আমাদের প্রতিষ্ঠান থেকে প্রতিবছর ফুটবল খেলার টিম রাখা হয় কিন্তু মাঠ জলাবদ্ধ থাকায় তারা কোন অনুশিলন করতে পারছে না । আমরা বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কে জানিয়েছি কিন্তু কোন সুরাহা মিলেনি।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল আহাম্মেদ এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি ।
বিদ্যালয় মাঠের এমন জলাবদ্ধতা নিরসন করে কোমলমতী শিক্ষার্থীদের নির্ভিঘ্ন চলাচল ও খেলাধুলার পরিবেশ প্রদানের জন্য আলহাজ্ব নুরুন্নবী চৌধূরী শাওন এমপি’র সুদৃষ্টি কামনা করছেন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় অভিভাবকগণ ।