শনিবার, ২২ জুলাই ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে যাত্রীবাহী বাস থেকে চাঁদা দাবি! বাস চলাচল বন্ধ
চরফ্যাশনে যাত্রীবাহী বাস থেকে চাঁদা দাবি! বাস চলাচল বন্ধ
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ যাত্রীবাহী বাস প্রতি ১০০ টাকা চাঁদা দাবি করায় চরফ্যাশন থেকে ভোলাগামী সকল ডাইরেক্ট বাস চলাচল বন্ধ রয়েছে।
শনিবার দুপুরে চরফ্যাশন বাসস্ট্যান্ড থেকে পৌর মেয়রের লোকজন ভোলাগামী ডাইরেক্ট বাস চলাচল করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে বাস মালিক সমিতি। বাস প্রতি দাবিকৃত ১০০ টাকা না দিলে রবিবার থেকে চরফ্যাশন পৌরসভার রাস্তা দিয়ে কোনো বাস চলাচল করতে পারবে না বলেও হুমকি দিচ্ছে পৌর মেয়রের লোকজন।
বাস মালিক সমিতির কর্মকর্তারা জানান, শনিবার সকালে চরফ্যাশন বাজারের উত্তর মাথায় ডাইরেক্ট বাস স্ট্যান্ডে মতিন মোল্লার নেতৃত্বে মো. নিরব, নিপু ও ভুট্টুসহ ৮/১০জন এসে পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথের নাম বলে মালিক সামিতির প্রতিনিধি নকিবের কাছে বাস প্রতি ১০০ টাকা দাবি করে। সে টাকা দিতে অস্বীকার করলে তারা বাস চলাচল ও কাউন্টারে টিকেট বিক্রি বন্ধ করে দেয়।
পরবর্তীতে মালিক সামিতির লোকজন তাদের নিজস্ব বাস ডিপো চরফ্যাশন বাজার ও শরিফ পাড়া পৌর এলাকার ডিপো থেকে বাস ছাড়তে গেলে সেখানে ও তারা চাঁদা দাবি করে। এ অবস্থায় চরফ্যাশন থেকে ভোলাগামী ডাইরেক্ট বাস সার্ভিস বন্ধ রয়েছে।
ভোলা জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, চরফ্যাশন বাজারের উত্তর মাথা থেকে প্রায় ১৫ বছর ধরে ডাইরেক্ট বাস চলাচল করছে। কিন্তু কখনও চরফ্যাশন পৌরসভা এরকম চাঁদা দাবি করেনি। তাছাড়া মালিক সমিতির বাস বোরহানউদ্দিন ও লালামোহন পৌরসভার মধ্য দিয়েই ভোলা-চরফ্যাশন রুটে চলাচল করে কখনও কোনো সম্যসা হয়নি। দেশের কোথাও এ নিয়ম নেই।
বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, দেশের কোথাও বাস থেকে এরকম ওপেন চাঁদাবাজি নেই, যেটা চরফ্যাশন পৌর মেয়র করছেন। আমরা কোনো পৌরসভাকে চাঁদা দিয়ে বাস চালাবো না, প্রয়োজনে বাস চলাচল বন্ধ থাকবে।
অপরদিকে চরফ্যাশন পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ বাস বন্ধের কথা অস্বীকার করে বলেন, মালিক সমিতির বাস ও শ্রমিকরা পৌরসভায় যে পরিমান রাস্তাঘাট নষ্ট করে বর্জ্য তৈরি করে এগুলো পরিষ্কার করতে পৌরসভার লাখ লাখ টাকা ব্যয় হয়। এজন্য আমি মালিক সমিতিকে বছরে এক লাখ টাকা দিতে বলেছি। কিন্তু মালিক সমিতি প্রভাব খাটিয়ে ৫০ হাজার টাকা অফার করে। মালিক সমিতি সোজা রাস্তায় না গিয়ে সংবাদ সম্মেলন ও প্রশাসনের কাছে যায়। সর্বশেষ আমি তাদেরকে দৈনিক বাস প্রতি ২০ টাকা করে দিতে বলেছি। এতেও তারা রাজি না, এখন আমি কি করবো?
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ডাইরেক্ট বাস বন্ধের কথা নিশ্চিত করে বলেন, লোকাল বাস এখনও চলছে। আমরা অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারি করছি।
vs/ss