শনিবার, ২২ জুলাই ২০১৭
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বৃক্ষমেলা-২০১৭ এর শুভ উদ্বোধন
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বৃক্ষমেলা-২০১৭ এর শুভ উদ্বোধন
লালমোহন বিডিনিউজ, জুয়েল সাহা ভোলা :‘বৃক্ষরোপন করে যে, সম্পাদশালী হয় সে’ এই স্লোগানকে সামনে রেখে ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ‘বৃক্ষমেলা-২০১৭’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ২২ জুলাই শনিবার উপকূলীয় বন বিভাগ, ভোলা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলা এর আয়োজনে এবং জেলা প্রশাসন এর সার্বিক সহেযাগীতায় এই বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুদ্দিন সাইফ, ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রশান্ত কুমার সাহা। সমাবেশে উপকূলীয় বন বিভাগ, ভোলা এর বিভাগীয় কর্মকর্তা মোঃ ফরিদ মিঞার সভাপতিত্ব করেন।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।