শনিবার, ২২ জুলাই ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » রোদসী কৃষ্টিসংসারের নয়া কমিটি - রিপন শান চেয়ারম্যান, ব্যারিস্টার সাদিয়া আরমান মহাসচিব
রোদসী কৃষ্টিসংসারের নয়া কমিটি - রিপন শান চেয়ারম্যান, ব্যারিস্টার সাদিয়া আরমান মহাসচিব
লালমোহন বিডিনিউজ, বিশেষ প্রতিনিধি :মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ¦ল চেতনায় উজ্জীবিত প্রগতিশীল সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের সংগঠন বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের জাতীয় নির্বাহী কমিটি ২০১৭-২০১৮ গঠিত হয়েছে। সংগঠনের নির্বাহী উপদেষ্টা দেশবরেন্য গীতিকার শহিদুল্লাহ ফরায়জীর সভাপতিত্বে ২১ জুলাই ২০১৭ বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কফি হাউজে রোদসী কর্মীদের সর্বসম্মতিক্রমে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রভাষক সাংবাদিক কবি রিপন শানকে চেয়ারম্যান, কবি ব্যারিস্টার সাদিয়া আরমানকে মহাসচিব, কবি সাংবাদিক রেজাউর রহমান রিজভীকে যুগ্ম মহাসচিব, কবি প্রভাষক মাহাবুব আলমকে সংগঠনিক সম্পাদক, কবি আবৃত্তিশিল্পী জীবন তাপস তন্ময়কে কোষাধ্যক্ষ, গীতিকার নীহার আহমেদকে সাংস্কৃতিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতিমন্ডলীর সদস্যগণ হচ্ছেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম মহিলা শিল্পী নমিতা ঘোষ, কবি গল্পকার রোকেয়া ইসলাম, ছড়াকার রিফাত নিগার শাপলা, কবি শাহ মতিন টিপু, সাংবাদিক আনোয়ার চৌধুরী ও কবি প্রকাশক শিহাব বাহাদুর। নির্বাহী সদস্যগণ হচ্ছেন, কামরুন নাহার পপি, আবৃত্তিশিল্পী তানিয়া সুলতানা হ্যাপী, মোঃ শাহাবুদ্দিন মিয়া, নাট্যকর্মি নিজামউদ্দীন ফরাজি, মিরাজ শান, আবৃত্তিশিল্পী জুয়েল শাহী প্রমুখ। উল্লেখ্য ২০০০ সালে ভোলার লালমোহনে “সুন্দরের সাধনায় আমরা নিরন্তর” এই স্লোগানে কবি সাংবাদিক রিপন শানের নেতৃত্বে রোদসী কৃষ্টিসংসারের আত্মপ্রকাশ হয়। ২০০১ সাল থেকে শিল্প সাহিত্য সংস্কৃতির নানান বিষয়ে রোদসী কৃষ্টিসংসার রাজধানিতে তাদের সৃজনশীল কার্যক্রম চালিয়ে আসছে। সংগঠনটির সাথে অম্লান স্মৃতি জড়িয়ে আছে সংগঠটির প্রধান উপদেষ্টা অমর একুশের প্রথম কবি মাহাবুবউল আলম চৌধুরীর। বর্তমানে দেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি ব্যাক্তিত্ব কন্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদীকে প্রধান উপদেষ্টা নির্বাচন করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। রোদসীর জাতীয় উপদেষ্টা কমিটিতে য্ক্তু রয়েছেন, খ্যাতিমান সাংবাদিক রেজাউল করীম তালুকদার, কবি সৈয়দ আহমদ আলী আজিজ, গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী (নির্বাহী উপদেষ্টা), কবি নাসির আহমেদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব গীতিকার সাইফুল আজম বাশার, কথাশিল্পী কালাম ফয়েজী, অধ্যাপক মোঃ হাসান প্রমুখ।