শুক্রবার, ২১ জুলাই ২০১৭
প্রথম পাতা » বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চট্রগ্রামে ফের পাহাড় ধস! শিশুসহ একই পরিবারের ৫জন নিহত
চট্রগ্রামে ফের পাহাড় ধস! শিশুসহ একই পরিবারের ৫জন নিহত
লালমোহন বিডিনিউজ ডেস্ক: মাত্র দিন কয়েক আগে চট্রগ্রামের রাঙ্গামাটিতে পাহাড় ধসে যেন এক মৃত্যূর মিছিলে রুপ নিয়েছিল । সেই শোকের ছায়া আজও মোছেনি বাঙ্গালীর হৃদয় থেকে । আবার শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পাহাড়ধসে তিন শিশুসহ একই পরিবারের পাঁচজন নিহত ।
শুক্রবার ভোরে উপজেলার জঙ্গল ছলিমপুরে এ পাহাড় ধসের ঘটনা ঘটে বলে জানান সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভুঁইয়া।
ইউএনও জানান, জঙ্গল ছলিমপুর এলাকাটি দুর্গম । টানা বৃষ্টির কারণে ভোররাতে সেখানে পাহাড়ধসে একটি বাড়ি ওপর পড়ে। বাড়িতে পাঁচজন ছিলেন। তাঁরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
নিহতরা হলেন রাবেয়া, তাঁর মেয়ে সামিয়া ও লামিয়া, বিবি ফাতেমা ও ইউনুছ।
মূলত ছিন্নমূল ও দরিদ্র পরিবারের লোকজনই এখানে ঘর বানিয়ে বসবাস করতেন। বাসিন্দারা সেখানকার এলাকাগুলোকে ‘সমাজ’ নামে অভিহিত করে থাকে। তিন নম্বর সমাজে এ দুর্ঘটনা ঘটেছে। সম্ভবত ঘুমের মধ্যে এ ঘটনা ঘটে।
সাগরে নিম্নচাপের কারণে গত বুধবার থেকেই টানা বৃষ্টি হচ্ছে।