শুক্রবার, ২১ জুলাই ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » আধুনিকতায় আনসার ভিডিপি, লালমোহনে উদ্বোধন হলো ডিজিটাল ডাটাবেজ
আধুনিকতায় আনসার ভিডিপি, লালমোহনে উদ্বোধন হলো ডিজিটাল ডাটাবেজ
লালমোহন বিডিনিউজ,সাদির হোসেন রাহিম: লালমোহন (ভোলা): ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বিএনপি উন্নয়নের নামে লুটপাট করেছে, তারা ডিজিটাল কথা নিয়ে কটুক্তি করেছে কিন্তু দেশ এখন অনেক এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশপ্রেম দিয়ে বর্তমান দেশকে ডিজিটাল বাংলাদেশ পরিনত করছে। মানুষের অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। দেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধায় ভোলার লালমোহনে সজিব ওয়াজেদ ডিজিটাল পার্ক চত্বরে আনসার ভিডিপি’র সদস্যদের ডিজিটাল ডাটাবেজ প্রনয়ন কৌশল সম্পর্কিত কর্মশালা ও উদ্বুদ্বকরন সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, লালমোহন-তজুমদ্দিনে বিএনপি’র আমলে সন্ত্রাস, চাদাবাজি হয়েছে কিন্তু আমাদের আমলে এই জনপদ শান্তির জনপদে পরিনত হয়েছে। ‘দল-মত ধর্ম নির্বিশেষে সবাই একই সাথে অবস্থান করছে। এখানে কোন চাদাবাজ কিংবা সন্ত্রাসীদের স্থান নেই।
দুই উপজেলার উন্নয়নের কথা উল্লেখ করে এমপি শাওন আরো বলেন, ডিজিটাল বাংলাদেশের সাথে এগিয়ে যাচ্ছে দেশের বিচ্ছিন্ন দ্বীপ ভোলা। এখানকার প্রত্যন্ত এলাকায় দেশের সবচেয়ে বৃহৎ পার্ক ‘সজিব ওয়াজেদ জয় ডিজিটাল’ পার্ক স্থাপন করা হয়েছে। খুব শিগ্রই লালমোহন এবং তজুমদ্দিন উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তিত করা হবে।
তিনি জেলা আনসার ও ভিডিপির প্রশংসা করে বলেন, এ বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে তারা নির্বাচনের সময় সাহসি ভুমিকা পালন করে থাকে। তাই এ বাহিনীকেও আরো আধুনিকায়ন করতে সারাদেশের ডাটাবেজ তৈরীর কাজ ভোলার লালমোহন দিয়ে শুরু করা হয়েছে।
জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মো: জানে আলম সুফিয়ানের সভাপতিত্বের আরো বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুল আরেফিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন। আরো উপস্থিত ছিলেন, মিসেস ফারজানা রত্না, লালমোহন পৌর আ’লীগের সম্পাদক বাদল পঞ্চায়েত।
স্বাগত বক্তব্য রাখেন লালমোহন আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান। অনুষ্ঠানে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা, দলনেতা-দলনেত্রীগন উপস্থিত ছিলেন।
এরআগে সাংসদ শাওন লালমোহন ফরাজি দোকান মাঠে নাওয়াল গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন শেষে বিজয়ী দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরন করেন।
রাতে লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়ন আ’লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। এর আগে দিনভার বিভিন্ন ইউনিয়নের উঠান বৈঠকে প্রধান অতিথি’র বক্তৃতা করেন।