বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে তিন ডায়গনষ্টিক ও দুই পল্লী চিকিৎসকের জরিমানা
চরফ্যাশনে তিন ডায়গনষ্টিক ও দুই পল্লী চিকিৎসকের জরিমানা
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি: লাইসেন্স না থাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ডাক্তারি সনদ না থাকার অভিযোগে ভোলার চরফ্যাশনে ৩টি ডায়াগনষ্টিক সেন্টার ও দুই চিকিৎসককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৯জুলাই) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার এ জরিমানা আদায় করনে।
জরিমানা আদায়কৃত ডায়াগনস্টকিগুলোর মধ্যে নউিরন ডায়াগনষ্টিকের ২৫ হাজার, নিরাময় ডায়াগনষ্টিকের ৫০ হাজার এবং শুভ ডায়াগনষ্টিকের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও লুৎফর রহমান ও মিজানুর রহমান নামে দুই পল্লী চিকিৎসককের মধ্যে মিজানুর রহমান কে ৩০ হাজার এবং লুৎফর রহমান কে এক লাখ টাকা জরমিানা করা হয়েছে । র্যাপিড এ্যাকশন ব্যাটোলিয়ন (র্যাব-৮) ডিএডি মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, র্যাবের একটি দল নিয়ে ভ্রাম্যমান আদালতের একটি টিম ভোলার চরফ্যাশন উপজেলায় অভিযান পরিচালনা করে । এ সময় উপজেলা সদরের ৩টি ডায়াগনষ্টিকের ৯৫ হাজার টাকা জরমিানা আদায় করা হয়। এসব ডায়াগনষ্টিকের মালিকরা বৈধ লাইসেন্স দেখাতে পারেননি এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধের সেম্পল পাওয়া গেছে।
অন্যদিকে দুটি ওষুধের ফার্মাসিতে অভিযান চালিয়ে ডাক্তারি সনদ না থাকাসহ অশ্ব,চর্মসহ নানা ধরনরে ভুয়া চিকিৎসা দেয়ার অভিযোগের প্রমান পাওয়ায় দুই চিকিৎসকের জরিমানা করা হয়। দুপুর ১২টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়েছে বলে ও জানান তিনি ।