বুধবার, ১৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » অর্থনীতি | চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে অবৈধ স-মিল মালিকদের দৌরাত্মে হুমকির মুখে সবুজ বেষ্টনী
চরফ্যাশনে অবৈধ স-মিল মালিকদের দৌরাত্মে হুমকির মুখে সবুজ বেষ্টনী
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে অবৈধ স-মিল মালিকদের দৌরাত্মে হুমকির মুখে রয়েছে সবুজ বেষ্টনী।
জানা গেছে, উপজেলার অন্তত ৮৮ টি স-মিলের মধ্যে মাত্র ২৫/ ৩০ টি স্ব-মিলের বৈধ কাগজ পত্র থাকলেও বাকী মিল গুলোর কোন বৈধতা নেই । মেঘনা উপকুলীয় বেড়ীবাঁধসহ পূরো উপজেলা জুড়ে এ অবৈধ স-মিল মালিক ও শ্রমিকদের বেপরোয়ারা ভাবে কাঠ চেরাইয়ের অভিযোগ, আজ দীর্ঘদিনের হলেও এখানকার কর্মরত অসাধু বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের চরম উদাসিনতায় সরকার যেমন মোটা অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে অপরদিকে উপকূলীয় বনাঞ্চলের উন্নয়ন সাধন থেকে ও বঞ্চিত হয়ে পড়েছে।
বনকর্মকর্তা ও বন প্রহরীদের যোগ সাজশে যত্রতত্র স্থাপিত এসকল স-মিলের অন্তরালে মিল মালিক ও শ্রমিকদের অর্থ উপার্জনের সূত্র সৃষ্টি হলেও কর্মরত অসাধু বনকর্মকর্তা ও প্রহরীদের নেয়া মাসোয়ারা তাদের পকেট পুরছেন বলেও অভিযোগ রয়েছে।
স-মিল স্থাপনের ক্ষেত্রে যাবতীয় নিয়ম নীতি প্রযোজ্য হলেও তা রহস্যজনক কারণে মানা হচ্ছে না।
vs/ss