বুধবার, ১৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন
বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : মাছচাষে গড়বো দেশ বদলে দেব বাংলাদেশ এই স্লোগানে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উদ্যাপন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকাল ৪ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সপ্তাহ ব্যাপি কর্মসুচি ঘোসনা করেন। উক্ত সংবাদ সম্মেলনে বলা হয়, ১ম দিন মঙ্গলবার বিকাল ৪ টায় সংবাদ সম্মেলন, মত বিনিময় সভা, উপজেলায় মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারণা। ২য় দিন বুধবার, ব্যানার ফেষ্টুন সহযোগে সড়ক র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা মাছের পোনা অবমুক্ত করণ। ৩য় দিন বৃহস্পতিবার, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রমাণ্যচিত্র প্রদর্শন। ৪র্থ দিন শুক্রবার, ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা । ৫ম দিন শনিবার, বিভিন্ন স্কুল কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা, বিতর্ক প্রতিযোগিতা ও প্রমাণ্যচিত্র প্রদর্শন। ৬ম দিন রবিবার , হাটবাজার জনবহল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরন সভা ও ভিডিও প্রমাণ্যচিত্র প্রদর্শন। ৭ম দিন সোমবার, জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ মুল্যায়ন , পুরস্কার বিতরন ও সমাপনি অনুষ্ঠান পালন করা হবে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের সপ্তাহব্যাপী এ আযোজনে প্রথম দিন উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ কুদ্দূস , বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ, এফ, এম, নাজমুস সালেহীন ও বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ।