সোমবার, ১৭ জুলাই ২০১৭
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলার বোরহানউদ্দিনে হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন করলেন এমপি মুকুল
ভোলার বোরহানউদ্দিনে হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন করলেন এমপি মুকুল
লালমোহন বিডিনিউজ, জুয়েল সাহা ভোলা : ভোলার এক সংসদ সদস্য নিজেই হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করেছেন। সোমবার ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ভোলার বোরহানউদ্দিন উপজেলার পঞ্চাশ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে নিজের হাতেই পরিস্কার পরিচ্ছন্নতা করলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। প্রায় আড়াই ঘন্টা চলে এ অভিযান। এমপি নিজে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়ায় তার সাথে স্বত:স্ফুর্ত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান মহব্বতজান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আ. কুদ্দুস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম শাহিন, ওসি(তদন্ত) অসীম শিকদার, স্থানীয় সংবাদকর্মী , আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতা-কর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ । সকাল এগারোটা থেকে টানা আড়াই ঘন্টা এমপি নিজ হাতে হাসপাতালের বহি:বিভাগ,আভ্যন্তরীণ বিভাগের প্রতিটি ওয়ার্ড পরিস্কার করা সহ বাইরের ময়লা-আর্বজর্না সড়ানোর পাশাপাশি সহযোগীদের নিদের্শনা প্রদান করেন। এছাড়া তিনি মশা তাড়ানোর মেশিনে কীটনাশক স্প্রে করেন। এসময় এমপি আলী আজম মুকুল বলেন, এটা ফটোসেশন বা সস্তা জনপ্রিয়তার জন্য একাজ করা হয়নি। জনস্বার্থে এ প্রক্রিয়া চলমান থাকবে। হাসপাতাল কর্তৃপক্ষকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য কঠোর নির্দেশ দেয়া হয়েছে। এর পাশাপাশি প্রতি মাসে পঞ্চাশ জন করে তালিকাভূক্ত সেচ্ছ্বাসেবক একদিন সামগ্রিক পরিচ্ছন্নতা কাজ করবে বলেও তিনি স্থানীয় সাংবাদিকদের জানান।