সোমবার, ১৭ জুলাই ২০১৭
প্রথম পাতা » ভোলা | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ইসির রোডম্যাপ বাস্তবসম্মত: তোফায়েল আহাম্মেদ
ইসির রোডম্যাপ বাস্তবসম্মত: তোফায়েল আহাম্মেদ
লালমোহন বিডিনিউজ, সোহেল সিকদার ঢাকা : নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত একাদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপকে বাস্তবসম্মত বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আগামী নির্বাচনের মূল কাজ করবে ইসি। আর ক্ষমতাসীন দল অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবে। সেই সরকার ইসির কাজে সহযোগিতা করবে।
তোফায়েল আহমেদ বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়েই হবে। সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে কি-না, সেটি তাদের বিষয়।
বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি প্রসঙ্গে তিনি বলেন, তারা যে কথা বলছে, তা সংবিধানে নেই। পৃথিবীর ইতিহাসে ‘সহায়ক সরকার’ বলে কিছু নেই। সংবিধান পরিপন্থী কোনো প্রস্তাব কেউ দিলে তা গ্রহণযোগ্য হবে না।
ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এটি চালু হওয়া-না হওয়া নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। এ বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ইসির রোডম্যাপ অবশ্যই ভালো উদ্যোগ। গণতান্ত্রিক দল হিসেবে আওয়ামী লীগ জনগণের রায়ের ওপর আস্থাশীল। আমরা চাই, ইসির সুষ্ঠু পরিকল্পনায় সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হোক। নির্বাচনে যারা জনগণের রায় পাবে, তারাই ক্ষমতায় যাবে। তিনি আশা করেন, বিএনপি ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতি পরিহার করে নির্বাচনে অংশ নেবে।