রবিবার, ১৬ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » নির্বাচনে হেরে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচার ও ডাকতি মামলা
নির্বাচনে হেরে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচার ও ডাকতি মামলা
লালমোহন বিডিনিউজ,ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য ওহাব আলী ও তার ছেলে বর্তমান ইউপি সদস্য আব্দুস সালামের বিরুদ্ধে অপহরণ, ফেসবুকে নানা রকম বাজে মন্তব্য, যৌন হয়রানি, ডাকাতির অভিযোগে মামলাসহ বিভিন্নভাবে হয়রানিমূলক কার্যক্রম করে আসছে। ফলে এলকায় আব্দুস সালামের শুনাম ক্ষুন্ন হচ্ছে বলে জনপ্রতিনিধির উপর জনগন আস্থা হারাচ্ছে ও বিচার শালিশেও প্রভাব পরছে।
গতকাল রোববার দুপুর ১২ টায় ইউনিয়নের জনতা বাজার নিজস্ব কার্যালয়ে আব্দুস সালাম লিখিতভাবে এসব অভিযোগ করেন।
লিখিত অভিযোগে আব্দুস সালাম বলেন, সাবেক ইউপি সদস্য ওহাব আলী সম্প্রতি শেষ হওয়া ইউপি নির্বাচনে হেরে গিয়ে নির্বাচিত ইউপি সদস্য আব্দুস সালামের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার শুরু করে। দৌলতখান উপজেলার মেঘনায় নৌ-ডাকাতির ঘটনায় আব্দুস সালামকে আসামী করা হয়। ১৪ জুলাই আব্দুস সালাম অসুস্থ্য হয়ে খালু শুক্কুর সিকদারের বাড়িতে রাতে অবস্থান করেন। এ নিয়ে ওহাব আলীর ছেলে সাদ্দাম হোসেন রাতেই প্রচার করেন আব্দুস সালাম অপহরণ হয়েছে। সকালে ফেসবুকে স্থানীয় গৃহবধুর নাম উল্লেখ করে লিখেছেন, “ইউপি সদস্য আব্দুস সালাম রাতের বেলা ওই গৃহবধুর (প্রবাসীর স্ত্রী) বাড়িতে রাত কাটিয়েছেন। গ্রামবাসী ইউপি সদস্যকে ওই গৃহবধুর বাড়ি থেকে বের হতে দেখেছে’। এছাড়াও সাদ্দাম হোসেন ফেসবুকে উল্টো-পাল্টা মন্তব্য করে ইউপি সদস্যের সম্মান ক্ষুন্ন করছেন।
আব্দুস সালাম ও গ্রামবাসী আরও বলেন, ওহাব আলী মেম্বার গ্রামে বসবাস না করার কারনে লোকজন তাকে ভোট দেয়নি। তাছাড়া জেলে অধ্যুষিত মেঘনায় জলদস্যুতার সাথে জড়িত সে। এ কারণে এলাকাবাসী তাকে অবাঞ্চিত করেছে।
এ ব্যাপারে ওহাব আলী মেম্বার তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তার ছেলে সাদ্দাম হোসেন যা সত্য তাই ফেসবুকে লিখেছে, তবুও এটি লেখা ঠিক হয়নি। ইউপি সদস্য আব্দুস সালাম জলদস্যুতার সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।