বুধবার, ১২ জুলাই ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধের জের হামলায় জখম ১
বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধের জের হামলায় জখম ১
লালবোরহানউদ্দিন প্রতিনিধি : বোরহানউদ্দিন উপজেলার পৌর ৩ নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধের জের হামলায় একজন গুরুতর জখম হয়েছে । বুধবার সকাল সারে ৮ টার সময় মহিলা ডিগ্রী কলেজের সংলগ্ন এই ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জের জখম হয়েছেন বড়মানিকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুসলিম ডিলারের ছেলে মাকসুদুর রহমান নয়ন। আহত মাকসুদুর রহমান নয়ন জানান, পৌর ৩ নং ওয়ার্ডে ওয়ারিশি ও ক্রয় কৃত সম্পতি হিসেবে ৮ সতাংশ জমিতে ৩ বৎসর আগে বালু ফেলিয়ে ঘর উত্তোলন করে বিদুৎ মিটার নামিয়ে দখল করেন। পরে পৌর ৩ নং ওয়ার্ডের ফখরুল দখল উচ্ছেদ করতে আসলে এসময় বাধা দিলে তাকে কুপিয়ে জখম করেন। এব্যাপারে ফকরুল জানান , আমার জমি দখল করে ঘর উত্তোলন করেছে বিষয়টি শালিস চলমান রয়েছে। পাশে থাকা আমার আরো জমি দখল করার সময় বাধা দিলে আমার ছেলে হৃদয়কে পিটিয়ে আহত করেছে। গুরুতর জখম মাকসুদুর রহমান নয়ন বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসার অবউন্নতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। এই রিপোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানাযায়।