বুধবার, ১২ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | মনপুরা | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত
মনপুরায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত
লালমোহন বিডিনিউজ,সীমান্ত হেলাল, মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় জাতীয় শিক্ষা সপ্তাহ-১৭ এর প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বুধবার বেলা ১১ টায় হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এই পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হাওলাদার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেলিনা আক্তার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ সাধারন সম্পাদক এ. কে. এম শাহজাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. আলমগীর হোসেন ।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মাহমুদুর রশিদ, মনপুরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম মাতাব্বর।
এসময় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও প্রতিযোগীতায় উত্তীর্ন ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ-১৭ উপলক্ষে আয়োজিত প্রতিযোগীতায় ৭৫ টি ইভেন্টে উত্তীর্ন ছাত্র/ছাত্রী, স্কুল-মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। উক্ত প্রতিযোগীতায় সর্বাধিক পুরষ্কার অর্জন করেন মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজের ছাত্রীরা। বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ বিতরন করা হয়।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারী জাতীয় শিক্ষা সপ্তাহ-১৭ উপলক্ষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের মাঝে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়।