মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় আইনজীবির ওপর ছাত্রলীগের হামলায় নিন্দা ও প্রতিবাদ
ভোলায় আইনজীবির ওপর ছাত্রলীগের হামলায় নিন্দা ও প্রতিবাদ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি:ভোলার আইনজীবি সমিতির সদস্য এ্যাড. এম.এইচ.এ হিরনের ওপর ছাত্রলীগের কর্মীরা হামলা করায় হামলাকারী সন্ত্রাসীদের শাস্তির দাবী কামনা করে তীব্র নিন্দা জানিয়েছেন ভোলা জেলা আইনজীবি সমিতি।
সোমবার ভোলা জেলা আইনজীবি সমিতির মিলনায়তনে প্রতিবাদ সভায় তিনি লিখিত বক্তব্যে আহত হিরন অভিযোগ করে বলেন, গত রবিবার চরফ্যাশন বেতুয়া লঞ্চঘাট হইতে এমবি ফারহান-৫ লঞ্চে ২৩১ নং কেবিনে ঢাকার উদ্দেশ্যে অবস্থান করিতেছিলাম।
রাত অনুমান ৯টার দিকে ভোলা সদর থানাধীন তুলাতলি মেঘনা নদীর মধ্যখানে পৌছালে শশীভুষণ থানাধীন জি.এর ১০৯/২০১৫ইং নং মামলার আসামীগণ সহ আরো কয়েকজন লোক আমাকে হত্যা করিয়া নদীতে ফেলার উদ্দেশ্যে অর্তকিতভাবে হামলা চালায়। এসময় আমার সাথে থাকা ৩০ হাজার টাকা, ও একটি স্যামসাং মোবাইল যাহার মূল্য ৪০ হাজার টাকা, একটি স্যামফোনি টাচ মোবাইল যাহার মূল্য ১০ হাজার টাকা এবং সাথে থাকা আরো আসবাবপত্র যাহার মূল্য ৪০হাজার টাকা নিয়ে যায়।
তারা আমাকে লোহার রড দিয়ে আঘাত করলে আমি অজ্ঞান হইয়া গেলে আমি মৃত্যুবরণ করিয়াছি ভেবে তাহারা আমার কেবিনের বাহিরে তালা দিয়ে আটক রেখে চলে যায়। রাত ৩ টার সময় লঞ্চ কর্তৃপক্ষ আমার কেবিনের তালা খুলিয়া দেয়। তারপর ভোর ৫.৩১ মিনিটে আমার স্ত্রী সন্তানদের বাধ ভাঙ্গা কান্নার লাইভ ফেসবুকে পোষ্ট দেখার পর চরফ্যাশনের সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন আলম বিভিন্ন তদবীরের মাধ্যমে আমাকে উদ্ধার করে।
পরবর্তীতে সকালে ঢাকা পৌছে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকি। আমি এ সকল হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
এ ঘটনায় ভোলা জেলার সকল সাংবাদিকবৃন্দের কাছে লিখিত পত্র পাঠিয়েছেন ভোলার আইনজীবিরা।