মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা মাদ্রাসা ছাত্রী
বোরহানউদ্দিনে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা মাদ্রাসা ছাত্রী
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল কুদ্দুস এর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্থানীয় হালিমা খাতুন মহিলা দাখিল মাদ্রাসার ছাত্রী সুমাইয়া আক্তার (১৭)।
মঙ্গলবার দুপুরে উপজেলার কুতুবা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের মোফাজ্জল হকের বাড়িতে তার নাবালিকা কনে সুমাইয়ার বিয়ে পড়ানোর সময় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে বাল্য বিবাহ বন্ধ ও বাল্য বিবাহ পড়ানোর অভিযোগে আবুল কাশেম নামের এক কাজী কে আটক করা হয় ।
উপজেলা নির্বাহি অফিসার মোঃ আব্দুল কুদ্দুস জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের দক্ষিণ জয়নগর গ্রামের সুলতান আহমেদের ছেলে মোঃ হোসেনের সঙ্গে সুমাইয়া আক্তারের বিয়ের আয়োজন চলছিল।
খবর পেয়ে কনের বাড়িতে হানা দিলে দেখা যায় বিশাল প্যান্ডেল তৈরী করে বিয়ের আয়োজন চলছে । ডেকোরেটর দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়ি। প্রস্তুত করা হয়েছে বিয়ের মঞ্চ। রান্নার কাজও প্রায় শেষ । কাজী বিয়ে পড়াবেন। ঠিক সেই মুহুর্তে আমরা সেখানে পৌছে কনের বয়স ১৮ বছর না হওয়ায় এ বিয়ে বন্ধ করে দেই । এতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মাদ্রাসার ছাত্রী ।
এ সময় বাল্যবিয়ে পড়ানোর অপরাধে কাজী আবুল কাসেম (হালিমা খাতুন মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক ) কে আটক করে অর্থদন্ড প্রদান করেন বলেও জানান ইউএনও।
vs/ss