সোমবার, ১০ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » এমপি শাওনের নির্দেশ উপেক্ষা !লালমোহনে ভিজিএফ গম বিতরনের নামে হরিলুট
এমপি শাওনের নির্দেশ উপেক্ষা !লালমোহনে ভিজিএফ গম বিতরনের নামে হরিলুট
লালমোহন বিডিনিউজ : ভোলা (৩) লালমোহন তজুমদ্দিনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি নির্দেশ ছিল ঈদুল ফিতরের ভিজিএফের বিশেষ বিতরনে যেন কোন কারচুপি না করা হয় । সকলেই যাতে তাদের ন্যায্য পাওনা ফিরে পায় । অথচ এমপি শাওনের এ আদেশ কে উপেক্ষা করে উপজেলার সদর ইউনিয়ন ও বদরপুর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরনে হরিলুটের অভিযোগ পাওয়া গেছে ।
অভিযোগ সূত্রে জানা যায়, পবিত্র ঈদূল ফিতর উপলক্ষে ভিজিএফের বিশেষ বিতরন করছেন লালমোহন ইউনিয়ন ও বদরপুর ইউনিয়ন । সরকারী কোষাগারে ব্যাপক পরিমানে গম মজুদ থাকার ফলে ভিজিএফের ১০ কেজি চালের বদলে ১৩ কেজি ২৭০ গ্রাম গম সুবিধাভোগীদের মাঝে বিতরনের নির্দেশ থাকলে ও সরকারী আদেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ১৩ কেজি গমের বদলে ১০ কেজি করে গম বিতরন করেছেন লালমোহন ইউপি চেয়ারম্যান মোঃ শাজাহান মিয়া ও বদরপুর ইউপি চেয়ারম্যান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভিজিএফ কার্ডধারীরা গম নিয়ে স্থানীয় দোকানগুলোতে ওজন দিচ্ছেন । এতে লালমোহন ইউনিয়নে ৮ থেকে সাড়ে ৮ কেজি আর বদরপুরে সর্বোচ্ছ সাড়ে ৯ কেজি গম পেয়েছে ভিজিএফ সুবিধা ভোগীরা। এসময় তারা বলেন, আমরা ১৩ কেজি করে গম পাওয়ার কথা থাকলে ও আমাদের কে ১০ কেজি করে গম দিচ্ছে তাও আবার ওজনে হচ্ছে ৮/৯ কেজি ।
জানতে চাইলে বদরপুর ইউপি সচিব জাহাঙ্গির কবির বলেন, আমরা ১৩ কেজি করে গম বিতরন করছি। ইউপি চেয়ারম্যান ফরিদ তালুকদারকে ফোনে পাওয়া যায়নি ।
অপরদিকে লালমোহন ইউপি চেয়ারম্যান মোঃ শাহাজাহান মিয়া বলেন, আমরা ১০ কেজি করে গম বিতরন করছি।
ভিজিএফের গম ইউনিয়ন পরিষদে বিতরন না করে নিজ বাড়িতে নিয়ে বিতরন করছেন লালমোহন ইউপি চেয়ারম্যান শাহাজান মিয়া।লাল বরুন, কামাল, শাহাজান, রহিমার মত অসংখ্য ভিজিএফ কার্ডধারীরা বলেন, আমাদের ভাগ্যের গম কে হরিলুট করে নিজেদের গোলা ভরছেন চেয়ারম্যানরা।