রবিবার, ৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে থানায় অভিযোগ করায় বাদীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
বোরহানউদ্দিনে থানায় অভিযোগ করায় বাদীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : বোরহানউদ্দিন থানায় অভিযোগ করায় বাদী মরিয়ম ও স্বামী নিরব হোসেনের উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। শনিবার দুপুর ২ টায় বোরহানউদ্দিন উপজেলার সাচরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সিকদার বাড়িতে এই ঘটনা ঘটে। তথ্য সুত্রে জানাযায়, ২৮/০৬/১৭ ইং বুধবার বিকাল ৫ টার সময় তুচ্ছ ঘটনায় মরিয়ম ও তার স্বামী নিরব হোসেনের ঘরে অনধীকার দরজায় টালা দিয়ে ঘরে ঢুকতে বাধা দেয়। পরে নিরব ও তার স্ত্রী মরিয়ম ঘরের টালা ভাঙ্গার চেষ্টা করলে এলো পাথারী মারধর করে গুরু তর আহত করে। বোরহানউদ্দিন হাসপাতালে ৩ দিন চিকিৎসা নিয়ে মরিয়ম বাদী হয়ে তার স্বামীর ভাই ও বাবার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে থানায় বিষটি মিমাংসার কথা চলছিল। এমন অবস্থায় ০৮/০৭/১৭ ইং শনিবার দুপুর ২ টায় অভিযোগের বাদী মরিয়ম বাবার বাড়ি থেকে তার স্বামী নিরব হোসেনকে নিয়ে স্বামীর বড়িতে গেলে নিরব হোসেনের ভাই লোকমান, সাফিজল, সাহাবুদ্দিন, দুলাল, রুহুল আমীন ও তার বাবা আব্দুল জব্বার মিলে নিরব হোসেনকে হাতে পায়ে রশি দিয়ে বেঁধে মারধর করলে স্ত্রী মরিয়ম ছড়াতে গেলে তাকেও রশি দিয়ে বেধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে মারধর করে। তাদের চিৎকারে স্থানীয় লোক উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বোরহানউদ্দিন হাসপাতালে মরিয়মের অবস্থা আসঙ্কাজনক ছিল। এব্যাপারে আব্দুল জব্বারের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষটি আমরা এলাকায় মিমাংসা করব। এই রিপোর্ট লেখা পর্যন্ত বোরহানউদ্দিন থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাযায়।