বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত আসামী শিশির ইয়াবা সহ আটক
বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত আসামী শিশির ইয়াবা সহ আটক
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ০৮নং ওয়ার্ড থেকে সাজাপ্রাপ্ত আসামী মাদক সম্রাট শিশির মন্ডলকে ১০ পিস ইয়াবা সহ আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে এস,আই রাসেল, এস,আই নাসির, এস,আই হেমায়েত, এস,আই নুরুল ইসলাম, এস,আই অশোক কুমার, এস,আই রেজাউল করিম, এ,এস, আই সামিম মৃধা, এ,এস,আই জসিম ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়,আটক শিশির জি,আর ৫৩/১৩ বোর নং মাদক মামলার ১বছর সাজা প্রাপ্ত আসামী। তাকে ১০পিস ইয়াবা সহ আটক করা হয়। আটক শিশিরের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানার এস,আই রাসেল বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করেন।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার জানান,শিশির মাদক মামলায় ১বছর সাজাপ্রাপ্ত আসামী,তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।