বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » কাজী মোস্তাক আহাম্মদ মিঠু’র পিতার ইন্তেকাল । ভোলা ” বন্ধু -৯২” এর শোক
কাজী মোস্তাক আহাম্মদ মিঠু’র পিতার ইন্তেকাল । ভোলা ” বন্ধু -৯২” এর শোক
লালমোহন বিডিনিউজ,নুরে আলম ফয়েজ: ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের ছাত্রদের সংগঠন “বন্ধু-৯২” এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগের খুলনা মহানগর শাখার পরিদর্শক কাজী মোস্তাক আহাম্মদ মিঠু (পিপিএম) এর বাবা ৮০ দশকের দিকে ভোলায় চাকুরীরত ঐসময়কার সুনামধন্য দারোগা জনাব কাজী আজিজুর রহমান (আজিজ দারোগা) গত ৪ঠা জুলাই, রোজ মঙ্গলবার, সন্ধা ৭.০০ ঘটিকার সময় বার্ধক্যজনিত কারনে ৮০ বছর বয়সে নড়াইলের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জনাব কাজী আজিজুর রহমান (আজিজ দারোগা)’র মৃত্যূতে ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের ছাত্রদের সংগঠন ‘বন্ধু-৯২’ এর পক্ষ থেকে তাহার বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয় ।