বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে আবাসন প্রকল্পের ঘর দখল করার চেষ্টায় বাধা দেওয়ায় হামলার অভিযোগ
বোরহানউদ্দিনে আবাসন প্রকল্পের ঘর দখল করার চেষ্টায় বাধা দেওয়ায় হামলার অভিযোগ
লালমোহন বিডিনিউজ: বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের আদর্শ গ্রামের আবাসন প্রকল্পের বিধবা রওশনা বেগমের ০৪ নং ঘর দখল করার চেষ্টায় বাধা দেওয়ায় হামলার অভিযোগ পাওয়া গেছে। রওশনা বেগম অভিযোগ করে বলেন, কাচিয়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের জাহাঙ্গীরের ছেলে রাছেল সহ আরও ০৭ জন আবাসন প্রকল্পের ঘর দখল করে বিক্রি করার জন্য আমার বসবাস কৃত ০৪ নং ঘরটি বিক্রি করার জন্য জোর পূর্বক দখল করতে আসে এ সময় বাধা দিলে আমি ও আমার বড় মেয়ে মিনারা বেগম(২৭) ও আমার ছোট মেয়ে সালমা(২২) পিটিয়ে গুরুতর আহত করে। তিনি আরও বলেন হামলা কারী রাছেল আমার বড় মেয়ের নাখ ছিরে নাখে থাকা স্বর্নের নথ, গলায় থাকা দুই ভরি রুপার চেইন, ছোট মেয়ের কানে থাকা আট আনা স্বর্নের ঝুমকা গলায় থাকা আট আনা স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। রবিবার দুপুর ১ টার সময় এ হামলা চালায়, আহত অবস্থায় রওশনা বেগম, মিনারা বেগম, ও ছালমা বেগম বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে ২ দিন চিকিৎসা রত ছিলেন। এ ঘটনায় রওশনা বেগম বাদী হয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে অভিযুক্ত রাছেল জানান, আমি কাচিয়া ইউনিয়নের ছাত্রলীগের সাধারন সম্পাদক ,রওশনা বেগমদের সাথে আমাদের পূর্ব শত্রুতা ছিল, পূর্ব শত্রুতার জের ধরে হামলায় আমার নানী বদুরুন নেছাকে মারধর করে আহত করে, আমার মা নিলুপা বেগম বাদী হয়ে রওশনা বেগমের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছি, আবাসন প্রকল্পে আমার ২টি ঘর আছে, আমি ঘর ২টি বিক্রি করবো বলে তিনি জানান।